ধানের শীষের পক্ষে চট্টগ্রাম-১৩ আসনে গণজোয়ার সৃষ্টি হবে: সরওয়ার জামাল নিজাম
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে র্যালীটি অনুষ্ঠিত হয়। র্যালীটি টানেল সংযোগ সড়ক মোড় থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলী মিয়ার হাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে পাঁচবার মনোনয়ন দিয়েছে। টানা তিনবার বিপুল ভোটে জয়লাভ করে দলকে উপহার দিয়েছি। এবার দল আমাকে যোগ্য মনে করে আবারো মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে দলকে জয় উপহার দিব। আগামী জাতীয় নির্বাচনে আনোয়ারা ও কর্ণফুলীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এতে জাতীয়তাবাদী পরিবারকে একসাথে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে একত্রিত করে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামীতে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ তার যোগ্য নেতৃত্বে পরিচালিত হলে দেশও এভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
এ সময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ ও সদস্য সচিব ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নইমুদ্দিন চৌধুরীসহ বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিটিজিপোস্ট/এমএইচডি




