পটিয়ায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ৭’শ রোগীকে।
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পটি শুরু হয়।
এতে ১১জন চিকিৎসক হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ, শিশু রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও ডায়াবেটিক নির্ণয়, ইসিজিসহ বেশ কিছু সেবা তাৎক্ষণিক প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত এক সভা হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম।
এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াত আমীর জসিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারী আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেকুয়া শাখার ব্যবস্থাপক হাসমত আলী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুসলিম উদ্দীন, সাইফুদ্দিন খালেদ, আবু ইউসুফ মুহাম্মদ সোহেল, আবুল কালাম, হুমায়ুন কবির বাদশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, দেশের সরকারী ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত অবহেলিত। পটিয়াও তার বাইরে নেই। আমরা পটিয়ার স্বাস্থ্য সেবাকে গ্রামীন পর্যায়ে পৌছে দেয়ার জন্য এ চিকিৎসা ক্যাম্প চালু করেছি। তদ্মধ্যে হাইদগাঁও ইউনিয়নসহ পুরো পটিয়ায় এ পর্যন্ত ১৩টি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এখানে অপেক্ষাকৃত গরীব অস্বচ্ছল রোগীরা স্বাস্থ্য সেবা পেয়েছে। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবার গুণগত পরিবর্তন হবে। তিনি বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগে ৫০ শয্যার থাকলেও আমাদের সুপারিশে সেটি সম্প্রতি ১০০ শয্যায় উন্নীত করা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আগামীতে পটিয়ায় স্বাস্থ্যসেবার আমুল পরিবর্তন আনা হবে বলে তিনি ঘোষণা দেন।
সিটিজিপোস্ট/জাউ




