বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

সিটিজি পোস্ট প্রতিবেদক

বাঁশখালী প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ নভেম্বর, ২০২৫

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সভায় আমীর খসরু বলেন, কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন দিয়ে রাষ্ট্রীয় সংস্কার হয় না, বিশ্বের কোনো দেশেই তা ঘটেনি। বাংলাদেশে যে-কোনো সংস্কার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনই গণতন্ত্রের বাহন। কিন্তু তা বাধাগ্রস্ত করার নতুন চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

জাফরুল ইসলাম চৌধুরীকে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন সৎ, সংগ্রামী ও নিবেদিত নেতা। দীর্ঘ ১৬ বছর তিনি দক্ষিণ জেলা বিএনপিকে নেতৃত্ব দিয়ে শক্ত অবস্থানে রেখেছিলেন।

সভায় আগামী নির্বাচনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে আমীর খসরু বলেন, নির্বাচন পরবর্তী ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

মরহুম জাফরুল ইসলামের বড় ছেলে বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, পটিয়া বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এনামুল হক এনাম, বাঁশখালী বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মরহুমের কন্যা আঁখি আলমগীর, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (সাবেক) মফিজুল হক ভুঁইয়া, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট আবুল কাশেম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জেলা পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল, দক্ষিণ জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এড নাছির, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মহসিন ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ