কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৬ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
কক্সবাজারের উখিয়ায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিন সরওয়ার ফরহাদ (১৪), সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং স্থানীয় জেলে আব্দুল হালিমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ফরহাদ শখের বশে বাবার সঙ্গে রেজুখালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সে ডুবে যায়।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালালেও তাকে পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ফরহাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক।




