জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এ আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। ধারাবাহিকের ইউনিট সূত্র জানিয়েছে, শিমুলের অনুপস্থিতি দর্শকদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, কারণ তিনি এর আগে নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন।
তবে শিমুল কেন ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। ধারাবাহিকের এক শিল্পী নিশ্চিত করেছেন, বর্তমানে তিনি সিরিয়ালে নেই। তবে এ অনুপস্থিতি সাময়িক নাকি স্থায়ী, সে বিষয়ে কিছু জানাননি।
এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “আট বছর ধরে ব্যাচেলর পয়েন্ট নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এখানে নতুন চরিত্রের আগমন ও প্রস্থান স্বাভাবিক। গল্পের প্রয়োজনে কেউ ফ্রন্টলাইনে আসে বা সরে যায়। কোনো চরিত্র জোর করে বাদ দেওয়া বা যুক্ত করা হয় না।”
সম্প্রতি শুরু হওয়া সিজন ৫-এ শিমুলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহকারী হিসেবে শুরু করলেও তিনি অভিনয়ের সুযোগ পেয়ে দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করেন।
শুরুতে ছোট পরিসরে তৈরি হলেও ব্যাচেলর পয়েন্ট দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিটি সিজনে নির্মাতা অমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সফলভাবে এগিয়ে নিয়ে গেছেন ধারাবাহিকটি।
সিটিজি পোস্ট /এমসি