হাজার মাসের চেয়ে উত্তম পবিত্র শবে কদরের রাত আজ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ এপ্রিল, ২০২৩

হাজার মাসের চেয়ে উত্তম পবিত্র শবে কদরের রাত আজ
রহমত ও মাগফিরাতের পর শেষ হতে চলেছে নাজাত। বিদায় নিতে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আজ মঙ্গলবার ২৬তম রোজা। আজ দিবাগত রাতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। 

লাইলাতুল কদর বা শবেকদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। ইসলামী শরিয়ত মতে, এটি বছরের সবচেয়ে মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ একটি রাত। এটি হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।