আজ বুধবার (২০ আগস্ট) মুসলিম বিশ্বে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হচ্ছে। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে এই দিন বলা হয়, যা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রোগমুক্তির দিন হিসেবে স্মরণ করা হয়।
ফারসি ভাষায় ‘আখের’ অর্থ শেষ এবং ‘চাহার শোম্বা’ অর্থ বুধবার। এ দিন মহানবী (স.) দীর্ঘ রোগভোগের পর সুস্থ হয়ে আল্লাহর শোকর আদায় করেছিলেন। সাহাবিদের অনুসরণে মুসলিমরা এ দিনে দান–খয়রাত করে থাকে।
ইসলামিক ইতিহাসে জানা যায়, হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার নবী (স.) সুস্থ হয়ে নামাজে ইমামতি করেন এবং সাহাবিরা উল্লসিত হয়ে দান করেন। পরবর্তীতে ১২ রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন।
আজ আখেরি চাহার শোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।