পবিত্র আশুরা ৬ জুলাই

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৭ জুন, ২০২৫

পবিত্র আশুরা ৬ জুলাই

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার (২৭ জুন) থেকে মুহাররম মাস গণনা শুরু হয়েছে। এই হিসাবে আগামী ৬ জুলাই (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

মুহাররম ইসলামী নববর্ষের প্রথম মাস এবং আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। ঐতিহাসিকভাবে এই দিনে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) শহীদ হন।

পবিত্র আশুরা উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে।

ক্যাটাগরি:
কভার নিউজইসলামজাতীয়