ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।
রবিবার (২২ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মেদভেদেভ তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে ইরানে যতটা ক্ষতির আশঙ্কা ছিল, বাস্তবে তেমনটি ঘটেনি। তবে এই ঘটনার প্রেক্ষিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র উন্নয়নের কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মেদভেদেভ আরও বলেন, “এই হামলার ফলে ইরানি নেতৃত্ব আরও রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র নিজেই আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে।”
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ হামলাকে “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন” বলে উল্লেখ করে কড়া ভাষায় নিন্দা জানায়।
উল্লেখ্য, রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভারী বোমা বর্ষণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে বলেন, “আমাদের বিমান বাহিনী অত্যন্ত সফলভাবে আক্রমণ চালিয়েছে।”
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরবর্তী পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা করছেন।