ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩/৬/২০২৫, ১১:৫৬:০৪ AM

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রবিবার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর তাঁকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

তিনি জানান, মনিরুল মাওলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালের ৫ জানুয়ারি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে গ্রুপটির সংশ্লিষ্টতার মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পায় কেন্দ্রীয় ব্যাংক।

যেসব সময় এই বিতর্কিত ঋণ দেওয়া হয়, তার বড় একটি অংশে ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বে ছিলেন মনিরুল মাওলা। জানা যায়, একই এলাকায় বসবাসের সুবাদে এস আলম গ্রুপের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে, যার ফলে ব্যাংক দখলের পর তাকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে ব্যাংকটির পর্ষদের বেশিরভাগ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। সে সময় চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের উত্তরসূরি আহসানুল আলম। যদিও মনিরুল মাওলা তৎকালীন পরিস্থিতিতে প্রকাশ্যে ছিলেন, পরে কর্মকর্তাদের চাপের মুখে তাঁকে ছুটিতে পাঠানো হয়।

দুদকের মামলায় গ্রেপ্তারের মধ্য দিয়ে ইসলামী ব্যাংককে ঘিরে আলোচিত অর্থ কেলেঙ্কারির তদন্ত নতুন মাত্রা পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি:
কভার নিউজঅর্থ-বাণিজ্যজেলার খবর

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

তত্ত্বাবধায়ক সরকারে ঐকমত্য, তবে প্রধান উপদেষ্টার নিয়োগে দ্বিমত—দুই ফর্মুলা প্রস্তাব ঐকমত্য কমিশনের

তত্ত্বাবধায়ক সরকারে ঐকমত্য, তবে প্রধান উপদেষ্টার নিয়োগে দ্বিমত—দুই ফর্মুলা প্রস্তাব ঐকমত্য কমিশনের

১২ জুলাই, ২০২৫

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে একমত হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগপদ্ধতি ও সংসদের উচ্চকক্ষ গঠনের কাঠামো নিয়ে মতানৈক্য রয়েছে। বিষয়টি নিয়ে সংলাপ চলছে জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্ব...