চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২১ জুন) দিবাগত রাতে হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল আলীম ওরফে শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) এবং আজিজুল হাকিম মাসুম।
সিএমপি সূত্র জানায়, গত ১২ জুন রাতে আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের হালিম ভিলায় চুরির ঘটনা ঘটে। ভাড়াটিয়া মো. বেলাল উদ্দিনের বাসায় বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোরেরা একটি ম্যাকবুক প্রো, একটি স্যামসাং মোবাইল ও নগদ ২২ হাজার টাকা চুরি করে। এক সপ্তাহ আগে একই ভবনের আরেক ভাড়াটিয়া আবুল কাশেমের বাসায়ও একই কৌশলে চুরি হয়েছিল।
একাধিক চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশের সন্দেহ দৃঢ় হলে তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে হালিশহরের বইল্লা কলোনির আলমগীরের ভাড়া বাসা থেকে মূলহোতা আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।
আলীমের দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী ইয়াছিন ও মোবাইল এক্সেসরিজ দোকানি আজিজুল হাকিম মাসুমকেও গ্রেপ্তার করা হয়। মাসুমের ইনসাফ এন্টারপ্রাইজ নামের দোকান থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলীম ও ইয়াছিন জানান, তারা ল্যাপটপটি মাসুমের কাছে বিক্রি করেছিলেন। চোরাইকৃত বাকি আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সিএমপি।