বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৪৪–এর সংলগ্ন জিরো লাইনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার একটি পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত আরাফাত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আরাফাত তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহে গিয়েছিল। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে পায়ে মাইন চাপা পড়লে তা বিস্ফোরিত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার ইমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
স্থানীয়দের দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইন বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।