চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (২৩ জুন) নগরীর টিআইসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই বাজেট উপস্থাপন করেন।
এই বাজেটেই মেয়র হিসেবে নিজের প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপন করলেন ডা. শাহাদাত। তিনি বলেন, “২০২১ সালের চসিক নির্বাচনে জনগণের রায়ে আমি জয়ী হয়েছিলাম। কিন্তু তখনকার ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে আমাকে হারিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর আদালতের আদেশে আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করি।”
মেয়র জানান, দায়িত্ব নেওয়ার সময় চসিকের উপর ৬০০ কোটি টাকার দেনা ছিল। “মাত্র আট মাসে আমি প্রায় দেড়শ কোটি টাকা পরিশোধ করেছি। চট্টগ্রাম সিটিকে দেনামুক্ত করতে আমি অঙ্গীকারবদ্ধ। আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না—বরং ভালোবাসি,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আগের অর্থবছরের ১,২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন। নগরবাসীর স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে বলে জানান মেয়র।
তিনি বলেন, “এই বাজেট কেবল হিসাবের খাতা নয়, এটি একটি প্রতিশ্রুতি—চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তরের রূপরেখা।”