গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু যুবক প্রথমে তাকে আটক করে, পরে জুতার মালা পরিয়ে দেয় এবং কেউ কেউ মারধরও করে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মইদুল ইসলাম বলেন, “নুরুল হুদার বাসা ঘেরাও করার খবর পেয়ে তার নিরাপত্তায় পুলিশ পাঠানো হয় এবং পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।”
তিনি জানান, তার বিরুদ্ধে শেরে বাংলা থানায় একটি মামলা থাকায় তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।
কে এম নুরুল হুদা ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘নিশি রাতের ভোট’ নামে সমালোচিত হয়েছিল—যেখানে আগের রাতেই ব্যালট বাক্স ভরার অভিযোগ ছিল।
এই নির্বাচনসহ একাধিক জালিয়াতির অভিযোগে বিএনপি রবিবার দুপুরে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কাজী হাবিবুল আউয়াল এবং কে এম নুরুল হুদা।
মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা সাংবিধানিক দায়িত্বে থেকেও জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছেন, যা ফৌজদারি অপরাধের শামিল।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, “এটি একটি জুডিশিয়াল বিষয়। মামলার সব অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”