বাংলাদেশে ৭ জুন শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৯ মে, ২০২৫

বাংলাদেশে ৭ জুন শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে (২৭ মে, বুধবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে এবং আগামী ৭ জুন শনিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এই ঘোষণা আসে জাতীয় চাঁদ দেখা কমিটির এক জরুরি সভা শেষে, যা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন ভবনের সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় বাংলাদেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য বিশ্লেষণ করে চাঁদ দেখা নিশ্চিত করা হয়।

ক্যাটাগরি:
ইসলামকভার নিউজজাতীয়