বাজেট অধিবেশন শেষে বিধানসভা থেকে বের হয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে দেখেই ‘চোর চোর’ বলে স্লোগান দিয়েছেন বিজেপি সংসদ সদস্য শুভেন্দুসহ দলের অন্য এমপিরাও।
গতকাল বৃহস্পতিবার বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করেন মমতা। এরপর সন্ধ্যায় যখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন তখনই এ ঘটনা ঘটে।
যে পথ দিয়ে মুখ্যমন্ত্রীর বেরোনোর কথা ছিল, সেই পথের দুই দিকে ব্যারিকেড করে দেয় পুলিশ। পাশেই রাখা ছিল বিজেপির অগ্নিমিত্রা পালের গাড়িটি। গাড়িটি বের করতে পারছিলেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা। সঙ্গে বিজেপির অন্য এমপিরাও ছিলেন।
‘কে আটকে ছিলেন গাড়ি’ এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু। বিধানসভা কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা সবাই সমান। আপনারা আমাদের মনোনীত করেননি। আমরা জনগণের দ্বারা নির্বাচিত। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন। কে হরিদাস পালকে এখানে নিয়ে পার করাবেন আপনারা? আর ঠিক তখনই বিধানসভা থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাকে দেখে ‘মুখ্যমন্ত্রী জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেল তৃণমূল সমর্থিত বিধানসভার কর্মী ইউনিয়নের সদস্যদের।
এ সময় চুপ করে থাকেননি বিজেপির সংসদ সদস্যরাও। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন শুভেন্দুসহ বাকি এমপিরা।
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...