চীনা প্রধানমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি কিয়াং ব্রহ্মপুত্র নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে মেইনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। খবর চীনা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার।
জানা গেছে, প্রকল্পটি পাঁচটি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে গঠিত হবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ২ হাজার কোটি ইউয়ান। এটি হবে চীনের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।
প্রকল্পটি সিজাংসহ আশপাশের অঞ্চলগুলোর বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্য এবং স্থানীয় জনগণের প্রতিনিধিরা।
এর আগে বেইজিংয়ে ‘চায়না ইয়াজিয়াং গ্রুপ কোম্পানি লিমিটেড’ নামে একটি নতুন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা প্রকল্পটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী ও পলিটব্যুরোর সদস্য ঝাং গুওকিং।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টা...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২...