নজরে বসুন্ধরা, বেক্সিমকো ও সাবেক ভূমিমন্ত্রী
যুক্তরাজ্যে সম্পত্তি হস্তান্তরের হিড়িক পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের মাঝে। ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া হাসিনা সরকারের প্রভাবশালী নেতাকর্মীরা যুক্তরাজ্যে তাদের বিপুল পরিমাণ সম্পদের মালিকানা বদলাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক 'দ্য গার্ডিয়ান' ও আন্তর্জাতিক সংস্থা 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' এর একটি যৌথ অনুসন্ধান।
এই সম্পদগুলোর মালিকানা নিয়ে চলছে তদন্ত। ইতিমধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও বেক্সিমকো ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের পরিবারের প্রায় ২৬ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে।
এক নজরে বিস্তারিত —
সাইফুজ্জামান চৌধুরী
যুক্তরাজ্যে ৩০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ও বাড়ির মালিক ছিলেন। এনসিএ তার ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। আনিসুজ্জামান চৌধুরী (সাইফুজ্জামান চৌধুরীর ভাই) রিজেন্টস পার্কের পাশে ১০ মিলিয়ন পাউন্ডের বাড়ি বিক্রি করেছেন। একাধিক পুনঃঅর্থায়নের চুক্তিও জমা দিয়েছেন।
সালমান এফ রহমান পরিবার
লন্ডনের মেফেয়ারে ৩৫ মিলিয়ন পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টসহ ৯ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ।
বসুন্ধরা গ্রুপ
সায়েম সোবহান আনভীরের নামে নাইটসব্রিজে একটি চারতলা বাড়ি ছিল যা পরে ব্রুকভিউ হাইটস নামের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর হয়। শাফিয়াত সোবহানের নামে আরও দুটি সম্পত্তির হস্তান্তরের প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মানসুর বলেন, “অনেকে দ্রুত সম্পদ বিক্রি করে দিচ্ছেন। যুক্তরাজ্য সরকারের উচিত আরও ফ্রিজিং অর্ডার দেওয়া।”
আইনি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা?
যুক্তরাজ্যের আইনজীবী ও প্রপার্টি ফার্মগুলো যাচাই-বাছাই ছাড়াই এসব লেনদেনে সাহায্য করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
দুদক চেয়ারম্যান মো. আবদুল মোমেন জানিয়েছেন, “আরও ব্যক্তি ও সম্পত্তি চিহ্নিত করে এনসিএকে অনুরোধ জানানো হয়েছে জব্দ করার জন্য।”
ব্রিটিশ-বাংলাদেশি ডেভেলপার
যাকে বেআইনি ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুজ্জামানের বিরুদ্ধে। বর্তমানে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
যুক্তরাজ্যের এমপি জো পাওয়েলের মন্তব্য
লেবার পার্টির এমপি জো পাওয়েল বলেছেন, “তদন্তে দ্রুত পদক্ষেপ না নিলে অবৈধ সম্পদ দ্রুত গায়েব হয়ে যাবে।” তিনি এনসিএ’র পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “রাশিয়ার অলিগার্কদের মতো বাংলাদেশি দুর্নীতিবাজদের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ দরকার।”
অন্তর্বর্তী সরকারের আহ্বান
বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি লন্ডন সফর করে। এই সফরে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, সন্দেহভাজনদের আরও সম্পদ দ্রুত ফ্রিজ করতে হবে যেন তারা সেগুলো লিকুইডেট করে ফেলতে না পারেন।
বাংলাদেশের সাবেক সরকারের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সম্পদ পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন। ইতিমধ্যে জব্দ হয়েছে কোটি কোটি পাউন্ডের সম্পদ। যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। লন্ডনের অভিজাত এলাকার বাড়ি এখন বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতির অন্যতম চিহ্ন হয়ে উঠেছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে অর্থ ভাগাভাগিতে ভারসাম্যহীনতা নিয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আইসিসির লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে বড় দলগুলোর প্রাধান্য কমিয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলোর প্রাপ্ত অর্থ বাড়ানো উচিত।২০২৩-২৪ অর্থবছরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইসিসি থেকে ১ হাজার ৪২ কোটি...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে অর্থ ভাগাভাগিতে ভারসাম্যহীনতা নিয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আইসিসির লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে বড় দলগুলোর প্রাধান্য কমিয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলোর প্রাপ্ত অর্থ বাড়ানো ...