চট্টগ্রামে ছাত্রলীগের কথিত এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় এই সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত । এই সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের ৩ কর্মী গুলিবিদ্ধ এবং ২২ জন আহত হয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির (উত্তর)। অন্যদিকে ছাত্রদল ও যুবদল আনুষ্টানিক কোন বিবৃতি না দিলেও সংঘর্ষে তাদের ১ কর্মী গুলিবিদ্ধ এবং ৭-৮ জন আহত হয়েছেন বলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, মোঃ আরিফ নামে এক কথিত ‘ছাত্রলীগ’ কর্মীকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী দাবি করে তাকে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। পরে ওই শিক্ষার্থীকে ‘জুলাই যোদ্ধা’ ও শিবিরের সাথী দাবি করে থানায় ছাড়াতে আসে মহানগর শিবিরের নেতা-কর্মীরা। তাদের দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষোভে ছাত্রদল আরিফকে পুলিশের হাতে তুলে দেয়। এক পর্যায়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা বাধা দেয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। দিবাগত রাত প্রায় ৩টা পর্যন্ত চলে দুই পক্ষের এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
চকবাজারে শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় মহানগর শিবিরের (উত্তর) সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, ‘শুধু ছবি থাকলেই যে ছাত্রদল করে সেটা তো না। কারণ গত ১৬ বছর ধরে তো দেখেছেন দেশের কেমন পরিবেশ-পরিস্থিতি ছিল। ক্যারিয়ারের স্বার্থে তাদের বিভিন্ন মানুষের সাথে ছবি তুলতে হয়েছে। আরিফ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে আমাদের কর্মী এবং জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিল।’
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আরিফ এবং স্থানীয়রা চকবাজার কেন্দ্রিক কিছু চাঁদাবাজকে পুলিশের হাতে সোপর্দ করে। তখন থেকেই এই আরিফ সন্ত্রাসীদের টার্গেটে পড়ে। গতকাল নামাজের পর চাঁদাবাজেরা তাকে যখন একা পাই মারধর করে থানায় নিয়ে যায়। পরে তাকে ছাড়ানোর জন্য আমাদের (শিবির) কিছু লোক পাঠায়। ওসি সাহেবও আরিফকে ছেড়ে দিতে রাজি হয়। আমরা যখন তাকে নিয়ে চলে যাচ্ছিলাম তখন কিছু টোকাই এবং সন্ত্রাসী যুবদলের বহিষ্কৃত নেতার এমদাদুল হক বাদশার নেতৃত্বে থানার ভিতরে হামলা করে। তারা সেখানে ককটেল ফাটায়, ফাঁকা গুলি ছুড়ে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ঘটনার সূত্রপাত করে।
এদিকে সিটিজিপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম আরিফকে মহসিন কলেজের ছাত্রলীগ কর্মী দাবি করে বলেন, ‘কোন বিয়ে বাড়িতে বা কোন মেজবানে ছবি থাকা এক জিনিস আর দলীয় প্রোগ্রামে ছবি থাকা আরেক জিনিস, ওর ছবিগুলোতে দলীয় কর্মসূচির। একসময় যারা ছাত্রলীগ, তারা এখন ছাত্রশিবির। তারা হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিঠ।’
শিবির ছাত্রলীগকে নতুন করে পুনর্বাসন করছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা চাইলে তো তাকে মেরে-ধরে হসপিটালে ভর্তি করে দিতে পারতো। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা তা করিনি। তারা তাদের লোকজন নিয়ে থানা ঘেরাও করে স্লোগান দিচ্ছে, মব সৃষ্টি করছে, দেশীয় অস্ত্র নিয়ে বাইরে মহড়া দিচ্ছে।’
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার হাসিব আজিজ সিটিজি পোস্টকে জানান, "এটি একজন ছাত্রকে ঘিরে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ফল। উভয়পক্ষ এখন চকবাজার থানায় অবস্থান করছে। আমি ওসিকে বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধান করার নির্দেশ দিয়েছি।"
এদিকে মঙ্গলবার বিকেলে ‘গুপ্ত শিবির’ কর্তৃক মব সৃষ্টি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদ, চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের ছাত্রাবাস থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চকবাজার থানা ওসিকে প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে চকবাজার থানা ছাত্রদল।
এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির (উত্তর)। বুধবার (২৩ জুলাই) বাদে যোহর চকবাজারের কাপাসগোলা মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাত্রশিবির।
সিটিজিপোস্ট/এসএমএফ
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ২৪ জুলাই, বৃহস্পতিবারের নির্ধারিত পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে, স্থগিত হওয়া এই পরীক্ষা পরবর্তীতে পরিবর্তিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরবর্তী তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।মঙ্গলবার (২২ জুলাই) ...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ২৪ জুলাই, বৃহস্পতিবারের নির্ধারিত পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে, স্থগিত হওয়া এই পরীক্ষা পরবর্তীতে পরিবর্তিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হও...