রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান যুদ্ধে দীর্ঘদিন পর আবারও আলোচনার উদ্যোগ নিয়েছে ইউক্রেন।
আল জাজিরার বরাতে জানা গেছে, "নতুন এ কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন সম্প্রতি নিয়োগপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য যা যা করা দরকার, তা আমরা করতে প্রস্তুত। রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে—এখন আর লুকিয়ে থাকার সুযোগ নেই।” তিনি আরও জানান, রুস্তেম উমেরভ রুশ সমকক্ষকে নতুন আলোচনার প্রস্তাব দিয়েছেন।
জেলেনস্কি আবারও সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “শান্তি নিশ্চিত করতে নেতৃত্ব পর্যায়ের একটি বৈঠক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এর আগে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
সেই সময় কিছু বন্দি ও মৃত সেনার বিনিময়ে অগ্রগতি হলেও বৃহত্তর রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
রাশিয়া সে সময় দাবি করেছিল ইউক্রেনকে চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করতে হবে—যা কিয়েভের কাছে ছিল পুরোপুরি অগ্রহণযোগ্য।
এই নতুন প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, "যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দুই পক্ষেই কূটনৈতিক সমাধানের চাপ বাড়ছে। তবে বাস্তব সম্মত আলোচনার পথ তৈরি করতে হলে উভয় পক্ষকে কিছু ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...