রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ্বংস করেছে তারা। শুধু মস্কোর আকাশেই ভূপাতিত হয়েছে ২৭টি ড্রোন।"
দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, "হামলার কারণে অন্তত ১৩০টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। পরে সব বিমানবন্দর ধাপে ধাপে কার্যক্রমে ফিরলেও, তাৎক্ষণিক ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।"
এদিকে, ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রাশিয়া অন্তত ৫৭টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ১৮টি গুলি করে ভূপাতিত করা হয়। সাতটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে।
রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন আটোর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো অন্তত ১০ বার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ড্রোন হামলার প্রভাবে কালুগা অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সীমান্তবর্তী রোস্তভ ও ব্রিয়ানস্ক অঞ্চল এবং কৃষ্ণসাগরেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইতিপূর্বেও রুশ আকাশসীমায় ড্রোন হামলার কারণে বিমান চলাচলে বিপর্যয় ঘটেছিল। গত মে মাসে কিয়েভ একদিনে ৫০০টির বেশি ড্রোন হামলা চালিয়েছিল। সেই সময় প্রায় ৬০ হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় দুইজন এবং সুমি অঞ্চলে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তিচুক্তিতে আগ্রহী। তিনি বলেন, "শান্তিপূর্ণ সমাধান সম্ভব, তবে তা সময়সাপেক্ষ ও ধৈর্যের বিষয়।"
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার মস্কোর সঙ্গে নতুন আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতির লক্ষ্যে যা করা দরকার, সব করবো। শান্তি আনতে শীর্ষ পর্যায়ে সরাসরি সাক্ষাৎ জরুরি।”
২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে অর্থ ভাগাভাগিতে ভারসাম্যহীনতা নিয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আইসিসির লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে বড় দলগুলোর প্রাধান্য কমিয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলোর প্রাপ্ত অর্থ বাড়ানো উচিত।২০২৩-২৪ অর্থবছরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইসিসি থেকে ১ হাজার ৪২ কোটি...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে অর্থ ভাগাভাগিতে ভারসাম্যহীনতা নিয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আইসিসির লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে বড় দলগুলোর প্রাধান্য কমিয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলোর প্রাপ্ত অর্থ বাড়ানো ...