কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিদুয়ান রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা মঞ্জুর আলম নামে এক ব্যক্তির কাঠের দোকানের পাশের টিনের বেড়া কাটা অবস্থায় দেখতে পান। সেখানেই রিদুয়ানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত রিদুয়ান ওই এলাকার ফরিদ আলমের ছেলে।
স্থানীয়দের ধারণা, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশের চেষ্টা করছিলেন রিদুয়ান। দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার সময় বৈদ্যুতিক মোটর বা সংযোগ তারে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত সাপেক্ষে।