আন্তর্জাতিক ক্রিকেটে অর্থ ভাগাভাগিতে ভারসাম্যহীনতা নিয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আইসিসির লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে বড় দলগুলোর প্রাধান্য কমিয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলোর প্রাপ্ত অর্থ বাড়ানো উচিত।
২০২৩-২৪ অর্থবছরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইসিসি থেকে ১ হাজার ৪২ কোটি রুপি আয় করেছে, যা তাদের মোট আয়ের ১০.৭০ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো এর তুলনায় অনেক কম অর্থ পায়।
ভন বলেন, “ক্রিকেটের টাকা সঠিকভাবে ভাগ হয় না। সবাইকে এক সমান দিতে বলছি না, কিন্তু অন্তত যেন ছোট দলগুলো উন্নতি করতে পারে এমনটা ভাবতে হবে।”
মাইকেল ভন আরো বলেন, “বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড— এদের আরও অর্থ দরকার যেন তারা খেলোয়াড় ধরে রাখতে পারে। খেলোয়াড়রা যদি ভালো পারিশ্রমিক পায়, তাহলে জাতীয় দলে আরও লম্বা সময় খেলতে আগ্রহী হবে।”
বিশ্লেষকদের মতে, বড় দলগুলোর অর্থনৈতিক আধিপত্যই এখন ক্রিকেটীয় বৈষম্যের মূল কারণ। ভনের মতো সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে এই বৈষম্যের বিরুদ্ধে এমন অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ইতিবাচক সঙ্কেত বলেই মনে করা হচ্ছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস