ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
তেল আবিবের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। তারা জানান, “সাইরেন শুনলে নিরাপদ স্থানে যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।”
ইরান ঘোষণা করেছে যে, লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তারা এর প্রতিশোধ নেবে।
আজ মঙ্গলবার, ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত স্থল অভিযান শুরু করার পর ইরান তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রায় এক বছর আগে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছিল, যেখানে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এই পরিস্থিতির মধ্যে আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে।
সূত্র: বিবিসি
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...