ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা স্কুল ভবনের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার কিছু পর উপদেষ্টারা ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে তাদের ঘেরাও করে। শিক্ষার্থীদের দাবি, এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে উপদেষ্টারা দীর্ঘ সময় নেন এবং বিমান দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা সরকার গোপন করছে।
শিক্ষার্থীদের প্রতিবাদ ও উত্তেজনার মুখে পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্কুল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। জানা গেছে, অবরুদ্ধ উপদেষ্টারা পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন—এর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে মাইক বসানো হয়েছে।
এদিকে, একই ঘটনায় দেশের সর্বোচ্চ আদালতসহ সব আদালতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
অন্যদিকে, প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, “বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপনের যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ তালিকা প্রণয়ন ও তথ্য যাচাইয়ে একযোগে কাজ করছে।” বিবৃতিতে নিখোঁজদের বিষয়ে পরিচিতজনদের দ্রুত স্কুল কর্তৃপক্ষের কন্ট্রোল রুমে যোগাযোগেরও আহ্বান জানানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে দিয়াবাড়ি চত্বরে মাইলস্টোনের শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, হতাহতের প্রকৃত সংখ্যা শতাধিক, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে।
এ ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সরকারের প্রতি আস্থার সঙ্কট তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
২২ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় গতকাল ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় শিশুসহ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। ঘটনার পরপরই নিকটবর্তী সেনা ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার যৌথ প্রচেষ্টা...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় গতকাল ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় শিশুসহ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। ঘটনার পরপরই নিকটবর্তী সেনা ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘ...