চট্টগ্রাম নগরের চকবাজার থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান সংঘর্ষ কভার করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তারা হলেন অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট-এর সাংবাদিক হাসান সৈকত, নিউজ টুডে-এর সাংবাদিক আব্দুর রহমান ইমন ও ওমর ফারুক।
রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা প্রথমে হাসান সৈকতের ওপর চড়াও হয়। তারা তাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সরে পড়লেও ছিনতাই হওয়া ফোনটি ফেরত দেওয়া হয়নি।
অন্যদিকে, ইমন ও ওমর ফারুক সিএনজি করে ঘটনাস্থল ত্যাগ করে চট্টশরী রোড এলাকায় পৌঁছালে সেখানে পুনরায় শিবির কর্মীদের হামলার মুখে পড়েন। ইমনের মাথায় ছুরি ধরে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়।
সাংবাদিক হাসান সৈকত বলেন, “আমি ভিডিও ধারণ করছিলাম, হঠাৎ কয়েকজন আমাকে ঘিরে ধরে গালাগাল করতে করতে ফোনটি ছিনিয়ে নেয়। এমন আচরণে আমি ভীত ও আতঙ্কিত।”
আব্দুর রহমান ইমন বলেন, “ঘটনাস্থলে যাওয়ার পথে হঠাৎ করেই তারা আমাদের ওপর হামলা করে। একপর্যায়ে আমাদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়।”
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর এমন বর্বর হামলা শুধু ব্যক্তি নয়, সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্যই হুমকিস্বরূপ।
উল্লেখ্য, চকবাজার এলাকায় এর আগেও ছাত্রশিবির কর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছিল। এবারও সাংবাদিক সমাজ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...