ড্রিবল ওয়ারিয়র্সকে হারিয়ে ব্লেজিং ওয়ারিয়র্সের শিরোপা জয়

দ্য ওয়ারিয়র্স প্লেন–২০২৫ টুর্নামেন্ট:

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৫ নভেম্বর, ২০২৫

ড্রিবল ওয়ারিয়র্সকে হারিয়ে ব্লেজিং ওয়ারিয়র্সের শিরোপা জয়

বেঙ্গল ওয়ারিয়র্স আয়োজিত প্রথম আন্তঃফুটবল টুর্নামেন্ট “দ্য ওয়ারিয়র্স প্লেন–২০২৫ সিজন–০১”এর রোমাঞ্চকর ফাইনালে ব্লেজিং ওয়ারিয়র্স শিরোপা জিতেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ২–১ গোলে ড্রিবল ওয়ারিয়র্সকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের প্রথম সিজনে চারটি দল অংশ নেয়: ব্লেজিং ওয়ারিয়র্স, ড্রিবল ওয়ারিয়র্স, ক্রাসার্স ওয়ারিয়র্স এবং নাইটস ওয়ারিয়র্স।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন নিউরন হসপিটালের পরিচালক মোঃ শাহাদাত হোসেন, আলোক ইন্টারন্যাশনালের মোঃ ইমরানুল হক মুন্না, আলফা সায়েন্সের মোঃ মিনারুল ইসলাম, পটিয়া পৌরসভা ছাত্রদলের মোঃ ইব্রাহিম মির্জা ও মোঃ সামি।

উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দক্ষতায় ভরপুর এই উদ্বোধনী টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। আয়োজনের সফলতার পর আয়োজক ও সমর্থক সবার দৃষ্টি এখন আগামী সিজনের প্রতিযোগিতার দিকে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণখেলা