চট্টগ্রামে গণঅধিকার পরিষদের মহানগর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা সংগঠনটির একাধিক নেতৃবৃন্দের
অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ ডিসেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণাকে “অসাংগঠনিক, অগঠনতান্ত্রিক ও অনৈতিক” বলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাধিক নেতা ও সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, সাম্প্রতিক সময়ে সংগঠনের গঠনতন্ত্র ও প্রতিষ্ঠিত সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করে হঠাৎ করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক ও নেতৃত্ব নির্বাচনের স্বীকৃত পদ্ধতিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগরের ছাত্র, যুব, পেশাজীবী, সাবেক গণকমিটি, শ্রমিক ইউনিটসহ তৃণমূলের মতামতকে উপেক্ষা করে এবং বিভাগীয় সাংগঠনিক উপকমিটির অধিকাংশ সদস্যের সুপারিশ না মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের অভিযোগ, এই কমিটি ‘অবৈধ, অগ্রহণযোগ্য ও সংগঠনের স্বার্থবিরোধী’।
একইসঙ্গে তারা দ্রুততম সময়ে গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে নতুন কমিটি গঠনের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সংগঠনের সুদৃঢ় ঐক্য রক্ষায় গঠনমূলক রাজনীতি ও সাংগঠনিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।




