ফসলি জমির টপ সয়েল লুট থামছে না, গর্ত থেকে একের পর এক শিশুর মরদেহ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ ডিসেম্বর, ২০২৫

ফসলি জমির টপ সয়েল লুট থামছে না, গর্ত থেকে একের পর এক শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের একদিন পর নাঈম (৫) নামের শিশুর মরদেহ উদ্ধার হয়েছে ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নিহতের বাড়ি সংলগ্ন জমির গর্ত থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু নাঈম উপজেলা জালালাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যম বাহারছড়ার ছৈয়দ নুরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আগের দিন বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে খেলতে বের হয়ে শিশু নাঈম আর ফিরেনি। সন্ধ্যা ঘনিয়ে এলে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

পরদিন শুক্রবার সকালে বাড়ি সংলগ্ন জমির গর্তে পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পরিবারকে জানালে তারা শিশুটির লাশ উদ্ধার করে ।

এলাকার ইউপি সদস্য নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমার আগেই শিশুর দাফন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, প্রতি শুকনো মৌসুমে উপজেলা ও থানা প্রশাসনকে ম্যানেজ করে একটি চক্র ফসলি জমির টপ সয়েল লুট করে । যার কারণে সৃষ্ট গর্তে পড়ে বিগত রমজান মাসে উক্ত এলাকার একই পরিবারের তিন শিশুসহ গত মৌসুমে অনেক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। শিশু নাঈমও একই ভাবে অকালে জীবন হারাল।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার