ইস্কন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৪ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কর্তৃক এডভোকেট আলিফ হত্যা, গাজীপুরে ১৩ বছরের কিশোরীর গণধর্ষন, খতিব মাওলানা মুহিব্বুল্লাহকে গুম পরবর্তী হত্যাচেষ্টা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়ের নিজ মুসলিম ছাত্রীকে ধর্ষণ সহ দেশব্যপী গুম, খুন, ধর্ষণ, সহিংসতা ও অরাজকতা সৃষ্টির দৃষ্টান্তমূলক শাস্তি ও ইস্কনকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।
শুক্রবার (২৪অক্টোবর) বাদ জুমা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান।
হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার।
সমাবেশে বক্তারা বলেন,যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে , যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইস্কনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে,দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।
বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির মুনির,কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়সম্পাদক ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, সবকিছু কেন্দ্রীয় সহ ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ,মাওলানা আশরাফ বিন ইয়াকুব,মাওলানা আনাস বিন আব্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর নেতা মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, কলিম হোসাইন, জাহিদুল ইসলাম প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)