পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ ডিসেম্বর, ২০২৫

পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সি আর বি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকুবাল। তিনি বলেন, মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং সামনে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান, মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা, ম্যানেজার আতিকুর রহমান, নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম, সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক এম.জি. রহমান, কার্যকারী সদস্য আল রিজোয়ান আহমেদ চৌধুরি, নগরফুলের প্রজেক্ট ডিরেক্টর এবং শাখা চিফসহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

সভায় নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি মনে করেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম সময়োপযোগী। প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শিশুদের জন্য শীতের পিঠা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়। শিশুদের অংশগ্রহণ ও আনন্দ উদযাপনে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম