চট্টগ্রামে পথশিশু ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ‘সেইভ আওয়ার উইমেন’
মহানগর ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে পথশিশু, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন। শীতের আমেজে অসহায় মানুষের কষ্ট লাঘবে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে।
সংগঠনটির সদস্যরা জানান, গত এক মাস ধরে নগরের বিভিন্ন বাসাবাড়ি পরিদর্শন করে ৮ থেকে ১২টি স্থান থেকে পুরোনো শীতবস্ত্র সংগ্রহ করা হয়। পরে এসব শীতবস্ত্র যাচাই–বাছাই করে ভ্যানগাড়িতে ‘ফ্রি প্ল্যাকার্ড’ টানিয়ে নগরীর দুইটি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০ জন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র নিতে ছুটে আসেন দিনমজুর, কুলি, পথশিশু ও নিম্ন আয়ের মানুষ। অনেকে শীতবস্ত্র হাতে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসী এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের আহ্বায়ক রাহাত হাসান এবং সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
রাহাত হাসান বলেন, “এই মহতী উদ্যোগ চট্টগ্রাম ডিভিশনের স্বেচ্ছাসেবকদের নির্ঘুম রাত, সংগ্রহ অভিযান ও অক্লান্ত পরিশ্রমের ফল। স্বেচ্ছাসেবকদের এই একতা বজায় থাকলে আরও বৃহৎ পরিসরে নগরের অলিগলিতে শীতবস্ত্র পৌঁছে দিতে পারবো।”
তিনি জানান, ‘‘অনেক উৎসুক মানুষ সংগঠনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’’




