বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার।জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচআরসি) শুক্রবার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যার মেয়াদ তিন বছর। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মিশনটির মূল লক্ষ্য হবে দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহায়তা প্রদান।সমঝোতা স্মারকে জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার।জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচআরসি) শুক্রবার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যার মেয়াদ তিন বছর। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মিশনটির মূল লক্ষ্য হবে দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহায়তা প্রদান।সমঝোতা স্মারকে জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কার্যালয়টি দেশে মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি, গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের লক্ষ্যে তদন্ত পরিচালনা করছে।
সমঝোতা স্মারক প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, "এই চুক্তি বাংলাদেশের পক্ষ থেকে মানবাধিকার রক্ষায় একটি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি, এটি সরকার, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনের সঙ্গে মাঠপর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কার্যালয়টি দেশজুড়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বিভিন্ন খাতে ক্ষমতায়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৮ জুলাই, ২০২৫
২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে সংঘর্ষের সংবাদ প্রচার করায় চারটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে আন্দোলনের আসল চিত্র মানুষের কাছ থেকে লুকাতে শাটডাউন করা হয়েছিল ইন্টারনেট। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে টেলিভিশন চ্যানেল বাংলাভিশন।বাংলাভিশন জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই সন্ধ্যায় ৬টার বুলেটিন শুরু হওয়ার...
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে সংঘর্ষের সংবাদ প্রচার করায় চারটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে আন্দোলনের আসল চিত্র মানুষের কাছ থেকে লুকাতে শাটডাউন করা হয়েছিল ইন্টারনেট। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই দাবি কর...