জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো পরিবর্তন টেকসই হবে না, যদি জনগণের ম্যান্ডেট না থাকে। ১০ জন লোক ঢাকায় বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না।”
জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো পরিবর্তন টেকসই হবে না, যদি জনগণের ম্যান্ডেট না থাকে। ১০ জন লোক ঢাকায় বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গণ-অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, “যেসব দেশে গণ-অভ্যুত্থান হয়েছে, তারা যত তাড়াতাড়ি নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছে, সেই দেশগুলো টিকে গেছে। যারা দ্বন্দ্বে জড়িয়ে নির্বাচন বিলম্ব করেছে, সেখানে গণতন্ত্র আর ফেরেনি।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের প্রয়াস ভালো, কিন্তু ঐকমত্যের বাইরে গিয়ে যদি সময় নষ্ট করি, তাহলে আমাদেরও অন্য দেশের মতো পরিণতি হবে। ১০ বছর ধরে ঐকমত্য কমিশনের আলোচনা চালালে চলবে না।”
আওয়ামী লীগের সমালোচনা করে আমীর খসরু বলেন, “ওদের রাজনীতি হলো পেশিশক্তির ওপর নির্ভরশীল। তারা মনে করে পেশিশক্তির মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি আওয়ামী লীগের ডিএনএর অংশ হয়ে গেছে।”
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সবাই বলেছে, পলাতক শক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। কিন্তু তাতে তাদের ভেতরে কোনো পরিবর্তন আসেনি।”
আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “গোপালগঞ্জে চারজন নিহত হওয়ার পরও সরকারের ভূমিকা ছিল হতাশাজনক। আমরা স্তম্ভিত। সরকার যেন দাঁড়িয়ে দেখে, তারপর বিবৃতি দেয়। তারা যে দলেরই হোক, কোনো মৃত্যুই কাম্য নয়।”
সভায় সভাপতিত্ব করেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণফোরামের মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জেএসডির সিরাজ মিয়া এবং রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৮ জুলাই, ২০২৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার।জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচআরসি) শুক্রবার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, য...
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার।জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচআরসি) শুক্রবার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ...