সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি ও এন কে ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্টদের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১৬ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান, "অবরুদ্ধ হওয়া হিসাবগুলোর মধ্যে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি এবং বাকিগুলো এন কে ফাউন্ডেশনের এরশাদ মাহমুদ, তার স্ত্রী শাকিলা আক্তার, মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার ও তার স্ত্রী ফজিলাতুন নেছা বেগম মাহমুদ, মো. খালেদ মাহমুদ ও তার স্ত্রী মাহনূর তাসনিমের নামে পরিচালিত হিসাব এবং বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত।"
দুদকের সহকারী পরিচালক আল আমিন আদালতে এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, "সংশ্লিষ্ট ১২৫টি হিসাব সন্দেহজনক লেনদেনে জড়িত। এদের মাধ্যমে যে আর্থিক লেনদেন হয়েছে তা অস্বাভাবিক এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যদের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।"
এর আগে ১৬ জুন আদালত হাছান মাহমুদ, তার পরিবারের সদস্য এবং পাঁচটি প্রতিষ্ঠানের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল। ওই হিসাবগুলোতে মোট ২৪ কোটি ৬৬ লাখ টাকারও অধিক ছিল বলে জানা যায়।
দুদক মনে করছে, "এসব লেনদেনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে সাবেক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের। ফলে তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।"
সিটিজিপোস্ট/এমএইচডি
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...