গত ১৭ জুলাই বিকেলে ঘটিকায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
গত ১৭ জুলাই বিকেলে ঘটিকায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
উক্ত সভায় চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন স্টেইক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়। আলোচনাকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকা, ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় কমিশনার উপস্থিত প্রতিনিধিদের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করার বিষয়ে আশ্বস্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন, ”শুধু অপরাধ থেকেই নাগরিকদের সুরক্ষা দিলে চলবে না, নাগরিকদের নিকট থেকে অপরাধজনিত ভীতি দূর করতে হবে।” নিরাপত্তাহীনতার বোধ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখার লক্ষ্যে পুলিশ নানার রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তিনি আরো বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি করলে পক্ষপাতহীনভাবে চাঁদাবাজি প্রতিরোধ করার জন্য তিনি মহানগরীর সকল থানার অফিসার ইনচার্জ’দেরকে নির্দেশ প্রদান করেন এবং কারো কোন দলীয় পরিচয়ে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ ছিনতাইকারী, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজদের তালিকা তৈরী করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে সিটিজেন ফোরাম, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন স্টেইক হোল্ডারদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে নিরলস ভাবে কাজ করার জন্য থানা ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি চট্টগ্রাম মহানগরীকে একটি সত্যিকারের জনবান্ধব পুলিশিং এর মডেল হিসেবে তৈরী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপি’র বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশন সংলগ্ন নালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তা উদ্ধার করে।মরদেহটি আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের বলে ধারণা করছে পুলিশ। মৃতদেহটি নালার পানিতে উপুড় হয়ে ছিল এবং তার...
১৮ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশন সংলগ্ন নালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তা উদ্ধার করে।মরদে...