ঈদগাঁওয়ে আওয়ামী লকডাউন প্রতিহতে শিবিরের অবস্থান
কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৩ নভেম্বর, ২০২৫

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ডাকা লকডাউন প্রতিহতে ভোর থেকে উপজেলার প্রধান কেন্দ্রস্থল ঈদগাঁও বাজার ও মহাসড়কে অবস্থান নিয়েছে উপজেলা শিবির।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ফজরের সালাত আদায় পরবর্তী উপজেলা শিবির সভাপতি মোর্শেদুর রহমান মাহীর ও কলেজ শাখা শিবির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা বাজার ও মহাসড়কে দলবদ্ধ হয়ে শো -ডাউন শুরু করে।
রিপোর্ট লিখা পর্যন্ত ঈদগাঁওয়ের কোন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কাউকে মাঠে নামার সংবাদ পাওয়া যায়নি। শিবির সভাপতি মাহির বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যতক্ষণ প্রয়োজন মাঠে থাকবেন।’
এদিকে সকাল থেকেই ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ দলকে মহাসড়ক ও স্টেশনে কঠোর অবস্থান নিতে দেখা যায়।
সিটিজিপোস্ট/জাউ




