কক্সবাজারের ঈদগাঁওয়ে তিন ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি: আটক বখাটে ফয়সালের বিরুদ্ধে মামলা

সিটিজি পোস্ট প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে তিন ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি: আটক বখাটে ফয়সালের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে উচ্চমাধ্যমিক পড়ুয়া তিন ছাত্রীকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির ঘটনার জেরে আটক বখাটে ফয়সালের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় সচেতন নাগরিক ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ফয়সালকে আটক করার পর একটি প্রভাবশালী চক্র মামলা ঠেকাতে তৎপর হয়ে ওঠে এবং তারা লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে থানা কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের কারণে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘‘টমটমে বাড়ি ফেরার সময় তিন ছাত্রীকে উক্ত্যক্ত, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ফয়সালকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী এক ছাত্রীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।’’ তিনি আরও বলেন, ‘‘এ ধরনের অপরাধীর ক্ষেত্রে কোনো তদবির বা ছাড় দেওয়া হবে না।’’

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, “এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা প্রয়োজন ছিল। প্রশাসন তা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”

এদিকে মঙ্গলবার দুপুরে আলমাছিয়া ফাজিল মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ফয়সালের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং তাকে রক্ষার চেষ্টা করা চক্রের মুখোশ উন্মোচনের আহ্বান জানান।

ঘটনার প্রেক্ষাপট:

সোমবার (১০ নভেম্বর) বিকেলে মাদ্রাসা ছুটি শেষে তিন ছাত্রী টমটমে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই যানবাহনে উঠা ফয়সাল ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে। প্রতিবাদ করলে খামারপাড়া এলাকায় গাড়ি থামিয়ে সে তাদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানি করে। পরে তাৎক্ষণিক অভিযানে পুলিশ ফয়সালকে আটক করে। সে স্থানীয় বদিউল আলমের ছেলে।

ক্যাটাগরি:
কক্সবাজার