পেকুয়ায় অনুষ্ঠিত হলো ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৫
পেকুয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

পেকুয়ায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৫ তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৫।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পেকুয়া গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আল-আমিন সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭২০ জন ছাত্রী।
পরীক্ষা চলাকালীন পুরো কেন্দ্রজুড়ে ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতি। শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আল-আমিন সংঘের স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আল-আমিন সংঘের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের উদ্দেশ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। তারা আরও জানান, প্রথম ধাপে ৭২০ জন অংশ নিলেও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রায় ১৭ হাজার ছাত্রীকে এই বৃত্তি পরীক্ষার আওতায় আনা হবে।
পরীক্ষাকেন্দ্রে এসে এক অভিভাবক বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের পড়ালেখার প্রতি মনোযোগী করে। আল-আমিন সংঘের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
আল-আমিন সংঘের পরিচালক জহির উদ্দীন মজুমদার বলেন, “পেকুয়ার শিক্ষার মানোন্নয়নে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এবার পরীক্ষার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে। সুষ্ঠু ও মানসম্মতভাবে সব ধাপ সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “শিক্ষা হলো জাতির ভিত্তি। তাই শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নৈতিকতার বিকাশ ঘটাতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। আল-আমিন সংঘের সদস্যদের সার্বক্ষণিক তদারকির ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সফলভাবে প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন হয়।
সংগঠনটি জানিয়েছে, বৃত্তি পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপ শিগগিরই অনুষ্ঠিত হবে এবং সব ধাপ শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।




