ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ইসরায়েলের জায়নিস্টদের তুলনা করে বলেছেন, “এরা যেন দুই ভাই, যারা বহু বিষয়ে একমত হতে পারে।”
গত বুধবার (০১,অক্টোবর) কন্নুরে অনুষ্ঠিত প্রাক্তন সিপিআই(এম) রাজ্য সম্পাদক কোড়িয়েরি বালাকৃষ্ণনের স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন।
আরএসএসের শতবর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্র সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিজয়ন এক্স (X)-এ লিখেছেন, ডাকটিকিট ও ১০০ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করা “আমাদের সংবিধানের প্রতি গুরুতর অবমাননা।”
তিনি আরও বলেন, এই সম্মান এমন এক সংগঠনকে বৈধতা দিচ্ছে, যা স্বাধীনতা আন্দোলন থেকে দূরে থেকেছে এবং বিভাজনমূলক মতাদর্শ ছড়িয়েছে। বিজয়নের ভাষায়, এই স্বীকৃতি “প্রকৃত স্বাধীনতাসংগ্রামীদের স্মৃতি ও তারা যে ধর্মনিরপেক্ষ, ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন তার প্রতি সরাসরি আঘাত।”
সম্প্রতি প্রকাশিত ডাকটিকিটে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসে আরএসএস স্বয়ংসেবকদের অংশগ্রহণের চিত্র ব্যবহার করা হয়েছে। সিপিআই(এম) একে ইতিহাস বিকৃতির চেষ্টা হিসেবে অভিহিত করেছে।
কন্নুরে বক্তব্যের সময় কেরালার মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রতিও প্রশ্ন ছুড়ে দেন—ভারতের প্রধান শহরগুলোতে তারা কি ফিলিস্তিন সংহতি কর্মসূচি আয়োজন করেছে কি না।
সূত্র: ইন্ডিয়া টুডে
সিটিজিপোস্ট/জাউ