চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করল আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)–এর বহু প্রতীক্ষিত নির্বাচন স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। দীর্ঘ এক যুগের বেশি সময় পর এই ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১ নভেম্বর।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আপিল বিভাগের আদেশে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত হয়েছে।
এর আগে নানা মামলা, বিতর্ক ও আলোচনা-সমালোচনার মধ্যেও নির্বাচনের প্রস্তুতি চলছিল পুরোদমে। কিন্তু আপিল বিভাগের এই আদেশে নির্বাচন প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেল।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স দেশের ব্যবসায়ী সমাজের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সংগঠন। ২০০৯ সালের পর এবারই প্রথমবারের মতো নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নতুন তারিখ বা পরবর্তী করণীয় বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...



.jpg%3Fv%3D1761817249988&w=3840&q=75)
