
ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরাইল নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করলে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীর অংশ আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চায় ইসরায়েল। এবিষয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে সম্প্রতি প্রাথমিক বিলও পাস হয়েছে।
গাজয় দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধ যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা মেনে ১০ অক্টোবর গাজায় বন্ধ হয়। তবে এরপরও ইসরায়েল গাজার কিছু এলাকায় হামলা অব্যাহত ছিল। এসব বিক্ষিপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। ফলে যুদ্ধবিরতি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েল পশ্চিম তীরে কিছুই করবে না।’ গত বুধবার টাইম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র পশ্চিম তীর সংযুক্তির বিরুদ্ধে। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। যদি এটা হয় তাহলে ইসরায়েল সব ধরনের সহযোগিতা হারাবে।’
আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলের উদ্যোগকে বোকামি বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিল পাস হওয়াটা অত্যন্ত বোকামি। ট্রাম্পের নীতি অপরিবর্তিত আছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে সংযুক্ত করতে পারবে না।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম তীরের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে অমীমাংসিত। এই ভূখণ্ডটি জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণে ইসরায়েল। আর পূর্ব দিকে জর্ডান। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। ফিলিস্তিনও এটি নিজেদের ভূখণ্ড দাবি করে।
ট্রাম্প কেন পশ্চিম তীর দখলের বিপক্ষে? এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের একটি ব্যাখ্যা পাওয়া যায় গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে। এতে বলা হয়, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একটি চুক্তির মধ্যস্থতা করেছিলেন। যেটি ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। চুক্তি করা দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এই চুক্তির প্রতিশ্রুতি ছিল ইসরায়েল পশ্চিম তীরের একটি অংশ দখল করবে না। এই চুক্তিতে সৌদি আরবকেও যুক্ত করার কথা ছিল। এখন ইসরায়েল যদি পশ্চিম তীরের বড় অংশ বা পুরোটা দখল করে নেয়, তাহলে ওই চুক্তি লঙ্ঘন হবে।
সিটিজিপোস্ট/জাউ