ট্রাম্প-শি বৈঠক: যুক্তরাষ্ট্র কমাবে শুল্ক, ‘বিরল খনিজের ওপর বাধা’ তুলে নিবে চীন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে সই করতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “বিরল খনিজের বাণিজ্যসংক্রান্ত বিষয় সমাধান হয়েছে এবং চীনের পক্ষ থেকে আর কোনো বাধা নেই।” তিনি আরও ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল, তা শিগগিরই কমানো হবে। এসব শুল্ক মূলত ফেন্টানিলের রাসায়নিক উপাদান আমদানি নিয়ন্ত্রণের অংশ হিসেবে আরোপ করা হয়েছিল।
ট্রাম্প বলেন, “এই বৈঠক ছিল অসাধারণ সাফল্য এবং এক অদ্ভুত অভিজ্ঞতা। শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ ছিল আমার জন্য একটি বড় সম্মান। তাঁর নেতৃত্বের প্রশংসা না করে পারি না।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একসঙ্গে কাজ করবে, যদিও দুই নেতার আলোচনায় তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।
উল্লেখ্য, চীন বিশ্বে বিরল খনিজ প্রক্রিয়াকরণে একচেটিয়া প্রভাব রাখে এবং সম্প্রতি এসব খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করেছিল। তবে ট্রাম্প বিস্তারিত ব্যাখ্যা দেননি, ‘সমাধান’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে।
বৈঠকের পর ট্রাম্প আরও জানান, আগামী এপ্রিল মাসে তিনি চীন সফরে যাবেন, এরপর শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন।
এদিকে এখন পর্যন্ত বেইজিং এই বৈঠক বা ঘোষণাগুলো নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সিটিজিপোস্ট/জাউ
.png&w=3840&q=75)



