চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ২
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে (র্যাব-৭)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে র্যাব-৭ এর একটি বিশেষ দল রাউজানের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
সিটিজিপোস্ট/জাউ


.png%3Fv%3D1761825413313&w=3840&q=75)

