
ইউনেস্কোর ৪৩ তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে সংবর্ধিত হয়েছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটির জ্যেষ্ঠ ব্যক্তিত্ব এম. এ. তাহের। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, আর মানপত্র পাঠ করেন সাংবাদিক তানভীর আহমেদ তোহা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহার হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেন আয়োজকরা। বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য বাংলাদেশের গৌরব বাড়িয়েছে এবং প্রবাসীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, “জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এ বিজয় সহজ ছিল না। দূতাবাস কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিরলস পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এটি পুরো জাতির সম্মিলিত সাফল্য।”
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম বলেন, “ইউনেস্কোতে টানা সাতটি নির্বাচনী সাফল্য বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার উজ্জ্বল প্রতিফলন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।
এছাড়া কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন এইচ. এম. রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, এম. এ. রশীদ পাটোয়ারী, আহমেদ আব্দুল মালেক, আব্দুর রহিম মিয়া, ইমরান আহমেদ, মনোয়ার হোসেন, জাকারিয়া আহমেদ, নাজির উদ্দিন জোসি, শাহানা বেগম ও কাওছার আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, ওমর ফারুক, লায়েক আহমেদ তালুকদার, কুতুব উদ্দিন জিকু, আরাফাত রহমান ও আব্দুল কুদ্দুসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
আয়োজকরা জানান, রাষ্ট্রদূত খন্দকার এম তালহার এই আন্তর্জাতিক অর্জন প্রবাসে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতের কূটনৈতিক যাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে।