চট্টগ্রামের বাকলিয়ায় ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহতের মামলায় গ্রেপ্তার আরও ২

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের বাকলিয়ায় ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহতের মামলায় গ্রেপ্তার আরও ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বগার বিলমুখ এলাকায় ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহতের মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় তৈরি অস্ত্রসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এবং মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. আফতাব হোসেন নেতৃত্বে গত ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে ২৯ অক্টোবর দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় একযোগে গ্রেপ্তার আটজনসহ আসামিসহ মোট দশজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনায় নিহতের পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫–৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা একটি দায়ের করেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম