নয়াদিল্লিতে রাজ্যসভার এমপি কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ফায়ার হাইড্রেন্টে পানি ছিল না

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ অক্টোবর, ২০২৫

নয়াদিল্লিতে রাজ্যসভার এমপি কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার সদস্যদের জন্য বরাদ্দ একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার এমপিদের এই আবাসিক ভবনের নিচের দুই তলায় আগুন লাগে। আগুন লাগার পরপরই ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ভবনের ফায়ার হাইড্রেন্ট ও পানির ট্যাংক কার্যকর ছিল না। এক বাসিন্দা এনডিটিভিকে বলেন, “আমরা আগুন দেখতে পেয়ে নেভানোর ব্যবস্থা খুঁজে দেখি, কিন্তু কোথাও পানি পাইনি। ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না।”

ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে ভবনের নিচের দুই তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি

ক্যাটাগরি:
আন্তর্জাতিক