আলোচিত সরোয়ার বাবলা হত্যার ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি চালিয়ে সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যা করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চট্টগ্রামের রাউজানে গোলাগুলির ঘটনায় তিনজন এবং বায়েজিদে এক অটোরিকশাচালককে গুলি করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুজন হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল এবং আলা উদ্দিন। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদের হাজিরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তবে সন্ত্রাসী সাজ্জাদ আলীসহ মামলার অন্যান্য আসামিদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন রয়েছে।”
গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলি চালানো হয়।
এ সময় সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন এবং বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ারের বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও চাঁদাবাজির ১৫টি মামলা।
র্যাব জানায়, সরোয়ার হত্যার পরদিন একই এলাকায় ইদ্রিস নামের এক প্রতিবন্ধী অটোরিকশাচালককে গুলি করা হয়। এই ঘটনায় আরমান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গুলিকাণ্ডে ‘সন্ত্রাসী’ শহীদুল ইসলাম ওরফে বুইস্যা এবং মিজান জড়িত ছিলেন।
সিটিজিপোস্ট/জাউ




