চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যাসহ পরপর তিন ঘটনায় র্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলির ঘটনায় একজন এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুক্রবার সকাল (৭ নভেম্বর) পর্যন্ত পৃথক অভিযান অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে, বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ তার দলের নেতাকর্মীদের নিয়ে বায়েজিদের চালিতাতলী এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। সেখানে দুর্বৃত্তদের গুলি তিনি গুলিবিদ্ধ হন এবং সরোয়ার হোসেন বাবলা নামের একজন নিহত হন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্ট অন্যান্যদের নাম জানা যেতে পারে।
সিটিজিপোস্ট/জাউ




