চট্টগ্রামে অস্ত্র-গাঁজাসহ বুইশ্যার সহযোগী মোহাম্মদ ইয়াছিন আটক
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে বুইশ্যার অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭) গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সিএমপির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার আভিযানিক দল কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন পলাতক আসামিদের নাম-পরিচয়সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন নির্মাণাধীন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক, পাঁচটি কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত স্টিলের চাপাতি, ৬০০ পুরিয়া গাঁজা, তিনটি বিভিন্ন সাইজের সিসি ক্যামেরা, একটি অ্যাপল ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি রাউটার।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি শহিদুল ইসলাম ওরফে বুইশ্যা (২৩) এবং তার সহযোগী আরাফাত (৩৫), মো. মিজান (২৫), মো. ইদ্রিস (২৩), মো. মুন্না (২৬), ইমন ওরফে ছোট ইমন ওরফে সিপ্লাস ইমনসহ (২২) অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায়।
এ ঘটনায় চান্দগাঁও থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি অস্ত্র আইন -১৯৭৮ এর ১৯(এ)/১৯(এফ) ধারায়। অপর মামলাটি দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




